Wellcome to National Portal

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম এর তথ্য বাতায়নে স্বাগতম।  বাংলাদেশের  মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (২০২২ সাক্ষরতার হার ( বছর এবং তার বেশি) - ৭৪.৬৬ মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৫৫.৮৯% ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর বা তার বেশি) - ৩০.৬৮ জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)   জিডিপি প্রবৃদ্ধির হার - .২৫% (২০২১-২২) (P)  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (২০২১-২২) (P)  মাথাপিছু আয় - ,৮২৪ মার্কিন ডলার (২০২১-২২) (P)  আমদানি ,০২৩ বিলিয়ন টাকা (২০২০-২১ রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা (২০২০-২১ মূল্যস্ফীতি .৭১% (ডিসেম্বর ২০২২  রেমিটেন্স ১৬৮.০১ বিলিয়ন টাকা (ডিসেম্বর ২০২২  বৈদেশিক মুদ্রার রিজার্ভ - ৩৩,৭৪৭. মিলিয়ন মার্কিন ডলার (ডিসেম্বর ২০২২) 

Main Comtent Skiped

Title
অর্থনৈতিক শুমারি ২০২৪
Details

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৪র্থ অর্থনৈতিক শুমারি পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বর্হিভূত অর্থনৈতিক কর্মকান্ডের ত্যথ সংগ্রহ করা হয়। এ শুমারির মূল উদ্দেশ্য হলো অকৃষি খাতগুলো বিশেষ করে শিল্প ও সেবা খাতকে পরিকল্পিতভাবে উন্নয়নমূখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি কার্যক্রম আগামী ১০-২৬ ডিসেম্বর, ২০২৪ দেশব্যাপী অনুষ্ঠিত হবে।  

Attachments
Image
Publish Date
01/12/2024
Archieve Date
01/12/2025