বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর তালিকা প্রণয়ন কার্যক্রমে তালিকাকারী/সুপারভাইজার পদে নিয়োগের প্যানেল গঠনের লক্ষ্যে যে সকল যোগ্য প্রার্থী তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার পদে আবেদন করেছেন, তাদের মৌখিক পরীক্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচী অনুযায়ী গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
০১। সকল সনদ, ভোটার আইডি/জন্মনিবন্ধনের মূলকপি।
০২। মোবাইল ফোন (এনড্রয়েড ভার্সন ৬)
০৩।নাগরিকত্ব সনদের মূলকপি
ক্রমিক নং |
মৌখিক পরীক্ষার তারিখ ও সময় |
ইউনিয়নের নাম |
০১ |
০৩ ফেব্রুয়ারি ২০২০ রোজঃ সোমবার সকালঃ ১০.০০ টা থেকে শুরু হবে। |
০১. আমিরাবাদ ০২. চরম্বা ০৩. কলাউজান ০৪. বড়হাতিয়া
|
০২ |
০৪ ফেব্রুয়ারি ২০২০ রোজঃ মঙ্গলবার সকালঃ ১০.০০ টা থেকে শুরু হবে।
|
০১. লোহাগাড়া ০২. আধুনগর ০৩. পুটিবিলা ০৪. পদুয়া ০৫. চুনতি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS