বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালী (ইসিডিএস) প্রকল্প এবং UNDP Bangladesh কর্তৃক যৌথভাবে পরিবেশগত (পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিএ্য, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি) পরিসংখ্যান কার্যক্রম শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে আগামী ০১/১২/২০১৯ খ্রিঃ তারিখ হইতে ২০/১২/২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত ‘’Capacity Building for Generating SDGs data with focus to Environment, Climate Change and Disaster Management’’ বিষয়ক সার্ভে অনুষ্টিত হবে। । টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১, ডেল্টা প্ল্যান ২১০০ প্রভৃতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয়/ আন্তঃসংস্থাসমুহের টেকসই পরিবেশবান্ধব পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ/ মূল্যায়নে সঠিক ও সময়োচিত তথ্য-উপাত্ত দ্বারা সহায়তা করতে বিবিএস এর দায়বদ্ধতা রয়েছে। পরিবেশগত পরিসংখ্যানের গুণগত মানোন্নয়ন, এ সংক্রান্ত তাত্ত্বিক প্রায়োগিক জ্ঞান এবং ডাটা গ্যাপস পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবেশগত পরিসংখ্যানিক পদ্ধতির ব্যবহার, তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ করাসহ কৌশলগত দক্ষতা বৃদ্ধির আবশ্যকতা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS